মিলন কর্মকার রাজু, কলাপাড়া (পটুয়াখালী): “জল আছে যেখানে, মাছ চাষ সেখানে” স্লোগান নিয়ে শুরু হওয়া জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে কলাপাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বুধবার সকালে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. কামরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আ. মোতালেব তালুকদার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোস্তফা কামাল, কলাপাড়া বি এফ আর আই’র উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মো. আশরাফুল হক, মুক্তিযোদ্ধা মো. হাবিবুল্লাহ রানা, মো. সরোয়ার্দী, মো. হারুন-অর-রশিদ ও মৎস্য চাষি আঃ ছালাম প্রমুখ।
সভার শুরুতে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয় এবং উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।