আব্দুল্লাহ আবু এহসান, মধুপুর (টাঙ্গাইল): জল আছে যেখানে, মাছ চাষ সেখানে স্লোগান নিয়ে আজ বুধবার ধনবাড়ীতে জাতীয় মৎস্য সপ্তাহ শুরু হয়েছে।
এ উপলক্ষে বর্নাঢ্য র্যালি, আলোচনা সভা ও জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়।
উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে আয়োজিত র্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মীর ফারুক আহমাদ। উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আরা রিনি এতে সভাপতিত্ব করেন। বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান শিরিন রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এ জে এম সালাউদ্দিন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মাহবুব জামান, প্রেসক্লাবের সম্পাদক আনছার আলী, পাইস্কা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ বজলু, মৎস্যজীবী অছিম উদ্দিনসহ অন্যরা।
পরে ধনবাড়ী কলেজ পুকুরে মাছের পোনা ছাড়া হয়।