মিথ্যা ঘোষণার অবৈধ পণ্য ঠেকাতে মোংলায় অভিযান

জাহিবা হোসাইন, মোংলা (বাগেরহাট): মিথ্যা ঘোষণা দিয়ে অবৈধ অস্ত্র, গোলাবারুদ, বিস্ফোরক ও মাদক আমদানি প্রতিরোধে মংলা বন্দরে শুল্ক গোয়েন্দারা বিশেষ অভিযান ‘আইরিন’ শুরু করেছে।

বুধবার বন্দরের জেটি, ইয়ার্ড ও শেডে থাকা আমদানিকৃত কন্টেইনার বোঝাই বিভিন্ন পণ্যের চালান খুলে পরীক্ষা-নিরীক্ষা করেন খুলনা শুল্ক গোয়েন্দার উপ-পরিচালক মোহাম্মদ জাকির হোসেন।

operation Irin at Mongla seaport
অভিযানে অংশ নেওয়া  দলের সদস্যরা।

এ সময় দুটি কন্টেইনারে করে গার্মেন্টস পণ্য আমাদানির ঘোষণা থাকলেও ওই কন্টেইনার দুটিতে কোনো পণ্যই পাওয়া যায়নি। দীর্ঘদিন ধরে কন্টেইনার দুটি বন্দরের ১ নং ইয়ার্ডে পড়েছিল। এছাড়া অন্যান্য কিছু কন্টেইনারে ঘোষণা-বর্হিভূত মালামাল পাওয়া যায়।

এ অভিযান বৃহস্পতিবার শেষ হবে। অভিযান শেষে শুল্ক গোয়েন্দা বিভাগের অতিরিক্ত মহাপরিচালক এ বিষয়ে বৃহস্পতিবার বিকেলে প্রেস ব্রিফিং করবেন বলে জানিয়েছেন শুল্ক গোয়েন্দা কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন। অভিযানের সময় মংলা কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার জাহাঙ্গীর হোসেনসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.