হাকিম বাবুল, শেরপুর: শেরপুরে ঝিনাইগাতী উপজেলার দুধনই এলাকায় ট্রাক্টর দিয়ে জমি চাষ দেওয়ার সময় জমির ওপর দিয়ে যাওয়া বিদ্যুৎ সঞ্চালন লাইনের তার ছিড়ে পড়লে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই দুই কৃষক মারা যান। আজ বুধবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ওই গ্রামের মৃত ইনছান আলীর ছেলে আব্দুল খালেক ও ঝুনু শেখের ছেলে তালেব আলী।
ঝিনাইগাতী থানার ওসি মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।