রবিউল হাসান রবিন, কাউখালী (পিরোজপুর): জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে পিরোজপুরের কাউখালীতে শোভাযাত্রা, মাছের পোনা অবমুক্ত করা ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মৎস্য অফিস ও জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন কমিটি এ কর্মসূচির আয়োজন করে।
‘জল আছে যেখানে, মাছ চাষ সেখানে’ প্রতিপাদ্য নিয়ে বুধবার সকালে উপজেলা পরিষদ থেকে শোভাযাত্রা বের করা হয়। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে এসে শোভাযাত্রা শেষ হয়। উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা ছাড়ার মাধ্যমে মৎস্য সপ্তাহের কার্যক্রম উদ্বোধন করা হয়।
পরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা লাবনী চাকমার সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবীর, ভাইস চেয়ারম্যান চৌধুরী ফাতেমা ইয়াসমিন পপি, উপজেলা মৎস্য কর্মকর্তা মনোজ কুমার সাহা, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহ মোহাম্মদ কাইউম, সাংগঠনিক সম্পাদক সুনীল কুন্ডু, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুর রশীদ মিলটনসহ অন্যরা।