স্বপন কুমার কুন্ডু, ঈশ্বরদী (পাবনা): বুধবার গভীর রাতে ঈশ্বরদীতে বিজিবি, র্যাব ও পুলিশের যৌথ অভিযানে ১৫ জনকে আটক করা হয়েছে। থানার অফিসার ইনচার্জ আব্দুল হাই জানান, আটককৃতরা সন্ত্রাসী ও নাশকতা মামলার পরোয়ানাভুক্ত আসামি। তাদের মধ্যে ২ জন জামায়াত এবং ১জন ফতেহ মোহাম্মদপুর এলাকার মুরাদ হত্যা মামলার এজাহারভুক্ত আসামিও রয়েছে।
আটককৃতরা হলো ইকবাল (৩৫), ইসরাইল (২৪), আঃ রহমান (৪৫), কিসমত আলী (৩২), টুটুল (২২) ক্যাডার রাজীব (৩৩), আবু বকর (৪০), শহীদ আমিন (৪৩), আনিস (২৮), নাসির বিশ্বাস (২৫), বিপুল (৩০), আলম (৩০), সোহাগ (২৪), আলতাফ (৪২), ও মুক্তার মন্ডল (৩২)।
এদের মধ্যে ইকবাল পোষ্ট অফিস মোড় এলাকার হকার ব্যবসায় জড়িত বলে জানা যায়। ওসি জানান, ইকবাল গত ১৪ই জুলাই আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষের মামলার অজ্ঞাতনামা আসামি।