হাকিম বাবুল, শেরপুর: শেরপুরে আলোম-ওলামাদের নিয়ে ‘সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে ইসলামের ভুমিকা’ শীর্ষক আলোচনা সভা ও কর্মশালা করা হয়েছে। জেলা শিল্পকলা একাডেমিতে ২০ জুলাই বুধবার ইসলামিক ফাউন্ডেশন শেরপুর জেলা কার্যালয় এ কর্মশালা আয়োজন করে।
হুইপ আতিউর রহমান আতিক প্রধান অতিথি, ইসলামি ঐক্যজোটের মহাসচিব শাইখুল হাদিস মুফতি মো. মনিরুজ্জামান রব্বানী প্রধান আলোচক ও জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের পেশ ইমাম মাওলানা ওয়ালিউর রহমান বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন।
জেলা প্রশাসক ডা. এ এম পারভেজ রহিমের সভাপতিত্বে অন্যান্যের মাঝে পুলিশ সুপার মো. মেহেদুল করিম, উপজেলা চেয়ারম্যান ছানুয়ার হোসেন ছানু, পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া বিশেষ অতিথির বক্তব্য রাখেন।
দিনব্যাপী অনুষ্ঠিত এ কর্মশালায় ইসলামকে শান্তির ধর্ম হিসেবে উল্লেখ করে সন্ত্রাস-নৈরাজ্য, মানুষ হত্যা, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে কোরআন-হাদীসের আলোকে আলোচনা অনুষ্ঠিত হয়। একইসাথে জঙ্গিবাদ প্রতিরোধে আলেম-ওলামাদের এগিয়ে আসার আহ্বান জানানো হয়। কর্মশালায় জেলার প্রশিক্ষিত ইমাম, মসজিদভিত্তিক গণশিক্ষা কেন্দ্রের শিক্ষকরা ছাড়াও বিভিন্ন মসজিদ-মাদ্রাসার ইমামসহ সহ¯্রাধিক আলেম-ওলামা ও সুধীবৃন্দ অংশগ্রহণ করেন।