আব্দুল্লাহ আবু এহসান, মধুপুর (টঙ্গাইল): টাঙ্গাইলের মধুপুর পৌরসভা কার্যালয় মিলনায়তনে শনিবার সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার রমেন্দ্র নাথ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ মোঃ ছরোয়ার আলম খান আবু।
dঅন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি খন্দকার শফি উদ্দিন মনি, পৌর মেয়র মাসুদ পারভেজ, ওসি মোঃ শফিকুল ইসলাম, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান খন্দকার আব্দুল গফুর মন্টু, মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ বজলুর রশীদ খান চুন্নু, বীর মুক্তিযোদ্ধা মোঃ আঃ রাজ্জাক জেহাদী, মধুপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুছ সাদাৎ নোমানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও মসজিদের ইমামগণ।