হাকিম বাবুল, শেরপুর: জঙ্গিবাদ-সন্ত্রাস-গুপ্তহত্যার প্রতিবাদে সামাজিক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ২৩ জুলাই শনিবার শেরপুরে নাগরিক সংগঠন জনউদ্যোগ মানববন্ধন কর্মসূচি পালন করেছে। শহরের পৌর টাউন হলের সামনে রঘুনাথ বাজার সড়কে দুপুর ১২ টা থেকে ১টা পর্যন্ত ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন চলাকালে জেলা রেডক্রিসেন্ট সেক্রেটারি ফখরুল মজিদ খোকন, জনউদ্যোগের আহ্বায়ক শিক্ষক আবুল কালাম আজাদ, সাংবাদিক সুশীল মালাকার, পাতাবাহার খেলাঘর আসরের সেক্রেটারি মমিনুল ইসলাম মমিন, মহিলা পরিষদ নেত্রী আঞ্জুমান আরা যুথী, উদীচী সভাপতি তপন সারোয়ার, মানবাধিকার কর্মী শামীম হোসেন, সংস্কৃতি কর্মী তরুণ চক্রবর্তী প্রমুখ বক্তব্য রাখেন।
মানববন্ধনে একাত্মতা পোষণ করে পাতাবাহার খেলাঘর আসর, সাংবাদিক বিপ্লবী রবি নিয়োগী সভাকক্ষ পরিচালনা পর্ষদ, উদীচী, মহিলা পরিষদ, আদিবাসী হিউম্যান রাইটস ডিফেন্ডারস ফোরামসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃতৃন্দ অংশগ্রহণ করেন।