কামাল উদ্দিন টগর, নওগাঁ: নওগাঁর আত্রাইয়ে পাকা সড়ক ভেঙে অন্তত ১৫টি গ্রাম প্লাবিত হয়েছে ।
এতে প্রায় ২০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। এক হাজার হেক্টর জমির ফসল ডুবে গেছে। রাস্তা ভেঙে যাওয়ায় আত্রাই উপজেলার সাথে সিংড়ার সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে।
স্থানীয়রা জানান, ভারী বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পানির চাপে সোমবার আত্রাই নদীর পাঁচুপুর ইউনিয়নের শিকারপুর গ্রামে পাকা সড়ক ভেঙে যায়। শিকারপুর, মালিপুকুর, জগদাস, বিপ্রবোয়ালিয়া, বৈঠাখালি, নবাবের তাম্বু,খঞ্জরসহ প্রায় ১৫ গ্রাম বন্যার পানিতে প্লাবিত হয়েছে।
খবর পেয়ে সোমবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মকলেছুর রহমান,উপজেলা পরিষদ চেয়ারসম্যান এবাদুর রহমানসহ সংশ্লিষ্টরা এলাকা পরিদর্শন করেন।
আত্রাই কৃষি কর্মকর্তা কাউছার রহমান জানান, ভারী বৃষ্টিপাত ও পাকা সড়ক ভেঙে ওই এলাকার প্রায় এক হাজার হেক্টর জমির সদ্য লাগানো ধান, বীজতলা ও সবজি ক্ষেত ডুবে গেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, এলাকাবাসীর সহযোগিতা নিয়ে সড়কের ভাঙা অংশ মেরামতের কাজ চলছে। আগামীকালের মধ্যে মেরামত করা সম্ভব হবে আশা করছেন তিনি।