প্রতিনিধি, বাগেরহাট: দক্ষ জনবল সৃষ্টির লক্ষ্যে বাগেরহাটে সোমবার প্রশিক্ষকদের দুই দিনের কর্মশালা শুরু হয়েছে। বাগেরহাট খান জাহানিয়া গণ বিদ্যালয়ে বেইজ দিশা প্রকল্প আয়োজিত এ কর্মশালায় বগুড়া, দিনাজপুর, রংপুর, খুলনা ও বাগেরহাটের জেলার প্রশিক্ষকরা অংশ নিচ্ছেন।
অধ্যাপক মোজাফফর হোসেনের সভাপতিত্বে এ কর্মশালার উদ্বোধন করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. শফিকুল ইসলাম। বক্তব্য দেন বিএমইটির উপ-পরিচালক রফিকুর রহমান, বি-সেপ প্রকল্প, আইএলও-এর প্রোগ্রাম অফিসার তানজিল আহসান, মাহবুবুল ইসলাম, অধ্যক্ষ এম কামরুজ্জামান, বাবুল সরদারসহ অন্যরা।
বিভিন্ন সেক্টরের অনানুষ্ঠানিক শিক্ষানবীশদের কর্মদক্ষতা বাড়ানোর লক্ষ্যে কানাডার অর্থায়নে ও আইএলওর সহায়তায় এবং বেইজ খান জাহানিয়া গণবিদ্যালয়ের বাস্তবায়নে এই প্রকল্পটি বাগেরহাটের চারটি এবং খুলনার একটি উপজেলাতে বাস্তবায়িত হচ্ছে। এছাড়া রংপুর, বগুড়া এবং দিনাজপুরেও প্রকল্পের কাজ পরিচালিত হবে। প্রকল্পের মাধ্যমে সমাজে ছড়িয়ে-ছিটিয়ে থাকা শিক্ষানবিশ কর্মজীবীদের প্রশিক্ষণ দিয়ে দক্ষতা বাড়ানো হবে।