একেএম কামাল উদ্দিন টগর, (আত্রাই) নওগাঁ: “কৃষিই সমৃদ্ধি” এই স্লোগানকে সামনে রেখে সারা দেশের ন্যায় নওগাঁর আত্রাইয়ে তিন দিনব্যাপী “ফলদবৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বরে কৃষি অধিদপ্তরের আয়োজনে মেলার উদ্বোধন করেন আত্রাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোখলেছুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ এবাদুর রহমান এবাদ, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ কেএম কাওছার হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম , উপজেলা আওয়ামী লীগের সভাপতি শ্রী নৃপেন্দ্র নাথ দত্ত দুলাল, সাধারণ সম্পাদক চৌধুরী গোলাম মোস্তফা বাদল, উপজেলা মডেল প্রেস ক্লাবের সভাপতি একেএম কামাল উদ্দিন টগর, সাংবাদিক কাজী রহমান, উপজেলা প্রকৌশলী মোঃ মোবারক হোসেন, পিপিএম মোঃ নূরুল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ কেরামত আলী, মোঃ বছির উদ্দিন, উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ, অফিস সহকারী শ্রী দিজেন্দ্র নাথ সরকার প্রমুখ।
আলোচনা শেষে অতিথিবৃন্দ মেলার ষ্টলগুলো ঘুরে দেখেন।