রবিউল হাসান রবিন, কাউখালী (পিরোজপুর): আন্তঃবিভাগীয় সন্ত্রাসী চক্র শাহা বাহিনীর প্রধান সাজাপ্রাপ্ত আসামি শাহ জামাল ওরফে শাহাকে (২৮) দুই সহযোগীসহ গ্রেফতার করেছে কাউখালী পুলিশ।
সোমবার সন্ধ্যায় বিশেষ অভিযানে পুলিশ ও উপজেলার পাঁচ ইউনিয়নের গ্রাম পুলিশের যৌথ অভিযানে এসব আসামি ধরা পড়ে। অভিযানের সময় স্থানীয় মানুষজনও পুলিশকে সহযোগিতা করে।
গ্রেফতার অন্য দুজন হলেন সুবিদপুর গ্রামের মৃদুল হোসেন রানা হাওলাদার (২২) ও বেলায়েত হোসেন সিকদার (৩৫)।
কাউখালী থানার ওসি মো. জাহাঙ্গীর হোসেন জানান, শাহা বাহিনীর প্রধান শাহজামাল সাহা খুলনা, বরিশাল, ডুমুরিয়া বাগেরহাট, পিরোজপুরসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন এলাকায় খুন, হত্যা, দস্যুতা, ধর্ষণসহ বহু মামলার আসামি। একটি মামলায় তার সাজা হয়। এ বাহিনীর সদস্যদের নামে খুলনার ডুমুরিয়া থানায় দস্যুতা এবং কাউখালী থানা, ঢাকা ও পিরোজপুর সদর থানায় ৮/১০টি করে মামলা রয়েছে। তাদের ভয়ে এলাকার মানুষ আতঙ্কে দিন কাটাত। নারীরা রাস্তায় বের হতে সাহস পেত না। ওসি আরো জানান, পুলিশের অভিযানের খবর পেয়ে এলাকার নারীরাও পুলিশকে সার্বিক সহযোগিতা করে।
এস আই ওসমান গনি জানান, বহুবার অভিযান চালিয়েও এদের ধরা যায়নি। সন্ত্রাসীদের গ্রেফতারের পর এলাকায় মিষ্টি বিতরণ করা হয়।