মস্কোকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের ঋণচুক্তি সই হয়েছে।
মস্কোতে আজ বাংলাদেশের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন ও রাশিয়ার পক্ষে উপ-অর্থমন্ত্রী সার্গেই অানাতোলিভিচ স্টোর্চাক রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের অর্থায়নের জন্য এই চুক্তিতে সই করেন।
চুক্তির আওতায় বাংলাদেশ সহজ শর্তে রাশিয়া থেকে ১২.৬৫ বিলিয়ন মার্কিন ডলার অর্থাৎ ১ লাখ ১ হাজার ২০০ কোটি টাকা ঋণ পাবে। ঋণের টাকা প্রদানের ১০ বছর পর হতে ৩০ বছরের মধ্যে এই ঋণ পরিশোধ করতে হবে। ২০২৭ সালের ১৫ মার্চ হতে ঋণের প্রথম কিস্তি প্রদান শুরু হবে। প্রতি বছরের ১৫ মার্চ ও ১৫ সেপ্টেম্বর সমপরিমাণ কিস্তিতে বাংলাদেশ সরকারকে ঋণ পরিশোধ করতে হবে।