প্রতিনিধি, কাউখালী: বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে সাজা দেওয়ার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কাউখালী উপজেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। পরে দলীয় কার্যালয়ে বিএনপি নেতা মোশারেফ হোসেন শুক্কুরের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউল হাসান নিক্সন, বিএনপি নেতা ফারুক ডাকুয়া, সৈয়দ বাহাউদ্দিন পলিন, গিয়াস উদ্দিন অলি, স্বেচ্ছাসেবক দলের সভাপতি আরিফুর রহমান রুবেল, সাধারণ সম্পাদক কামাল সরদার, সাংগঠনিক সম্পাদক ফরিদুর রহমান লিটন, কৃষক দলের সভাপতি পিন্টু মিয়া, ছাত্রদল নেতা রফিকুল ইসলাম, জাহিদুর রহমান ফিরোজ, মাওলাদ হোসেন মঈন, আমরাজুরী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আলিম, সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাদল, যুগ্ম-সম্পাদক নুরুজ্জামানসহ অন্যরা।