আব্দুল্লাহ আবু এহসান, মধুপুর (টাঙ্গাইল): টাঙ্গাইলের ধনবাড়ীতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মোবাইল কোর্টের মাধ্যমে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। বুধবার ভোরে মোবাইল কোর্টের নির্বাহী ম্যাজিস্ট্রেট ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার শামীম আরা রিনি ও উপজেলা মৎস্য কর্মকর্তা রাশেদুল ইসলাম ধনবাড়ী হামিল বিলে অভিযান চালিয়ে এ বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ করে ধ্বংস করেন।