রবিউল হাসান রবিন, পিরোজপুর: অতিবর্ষণ ও নদ-নদীতে জোয়ারের পানি অস্বাভাবিক বৃদ্ধির ফলে ফসলি জমিতে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় পিরোজপুর জেলার সাতটি উপজেলায় প্রায় দু’শ হেক্টর জমির আমন বীজতলা (উফসী ও স্থানীয় জাত) সম্পূর্ণ বিনষ্ট হয়ে গেছে। এর ফলে জেলার প্রান্তিক ও বর্গা চাষিদের প্রায় ২৩ লক্ষ টাকার আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ।
জেলা কৃষি সম্প্রসারণ বিভাগ সূত্র জানায়, জেলায় চলতি আমন আবাদের লক্ষ্যমাত্রা পূরণের লক্ষ্যে ওই সকল উপজেলায় মোট ৫ হাজার, ২শ’ ৯২ হেক্টর জমিতে আমন বীজতলা তৈরির লক্ষ্যমাত্রা ধার্য্য করে কৃষি বিভাগ।
সূত্র আরও জানায়, বিনষ্ট বীজতলার মধ্যে সদরে ৫ হেক্টর, জিয়ানগরে ১২, কাউখালীতে ১০, স্বরূপকাঠিতে ৩২, নাজিরপুরে ৪৫, ভান্ডারিয়ায় ৪০ ও মঠবাড়িয়া উপজেলায় ৫০ হেক্টর জমি রয়েছে।
কৃষি বিভাগের মতে, আমন বীজতলা তৈরির জন্য আরও প্রায় এক সপ্তাহ সময় হাতে রয়েছে। কিন্তু সাগরে বর্তমানে সৃষ্ট লঘু চাপের প্রভাবে পিরোজপুরসহ গোটা দক্ষিণাঞ্চলে অব্যাহত বর্ষণে জমিতে পানি জমে যাওয়ায় চাষিরা মাঠে বীজতলা তৈরি করতে পারছেনা। এ কারণে আশঙ্কা করা হচ্ছে, পানি বৃদ্ধি ও জলাবদ্ধতার দ্রুত অবসান না হলে আরও বীজতলা বিনষ্ট হতে পারে। এর ফলে এ অঞ্চলে আমন বীজের সঙ্কট তৈরি হতে পারে বলে আশঙ্কা করছেন ক্ষতিগ্রস্ত এলাকার কৃষকরা।