ভোলাহাটে কলেজ জাতীয়করণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

হাবিবুর রহমান, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ): চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট মোহবুল্লাহ মহাবিদ্যালয়টি জাতীয়করণের দাবিতে মঙ্গলবার সকালে ভোলাহাট কলেজ মোড়ে ঘন্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা।

এতে কলেজের প্রায় ১২শ’ শিক্ষার্থী, অভিভাবক ও কলেজ শিক্ষক অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ সফিকুল ইসলাম, শিক্ষক এনামুল হক, রফিকুল ইসলাম, হাবিবুর রহমান, শিক্ষার্থীদের পক্ষে সোহেল আহম্মেদ, সিফাত আহম্মেদ, ইনসাফ আলী ও আফরোজা খাতুন প্রমুখ।

PHOTO-26-07-2016
ভোলাহাটে কলেজ জাতীয়করণ করার দাবিতে মানববন্ধন।

মানববন্ধনে বক্তারা বলেন, ঐতিহ্যবাহী ভোলাহাট মোহবুল্লাহ কলেজটি চাঁপাইনবাবগঞ্জ জেলায় শিক্ষার ফলাফলে বরাবরই শ্রেষ্ঠত্ব অর্জন করে। তারা আরও বলেন, কলেজের অবকাঠামো ভাল এবং উপজেলার সর্ব প্রথম ও সর্ব শ্রেষ্ঠ কলেজ। এসব তথ্য তুলে ধরে তারা কলেজটি জাতীয়করণে জোর দাবি জানান। পরে তারা বিক্ষোভ করতে করতে মেডিকেল মোড় হতে উপজেলা পরিষদে গিয়ে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.