হাবিবুর রহমান, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ): চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট মোহবুল্লাহ মহাবিদ্যালয়টি জাতীয়করণের দাবিতে মঙ্গলবার সকালে ভোলাহাট কলেজ মোড়ে ঘন্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা।
এতে কলেজের প্রায় ১২শ’ শিক্ষার্থী, অভিভাবক ও কলেজ শিক্ষক অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ সফিকুল ইসলাম, শিক্ষক এনামুল হক, রফিকুল ইসলাম, হাবিবুর রহমান, শিক্ষার্থীদের পক্ষে সোহেল আহম্মেদ, সিফাত আহম্মেদ, ইনসাফ আলী ও আফরোজা খাতুন প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, ঐতিহ্যবাহী ভোলাহাট মোহবুল্লাহ কলেজটি চাঁপাইনবাবগঞ্জ জেলায় শিক্ষার ফলাফলে বরাবরই শ্রেষ্ঠত্ব অর্জন করে। তারা আরও বলেন, কলেজের অবকাঠামো ভাল এবং উপজেলার সর্ব প্রথম ও সর্ব শ্রেষ্ঠ কলেজ। এসব তথ্য তুলে ধরে তারা কলেজটি জাতীয়করণে জোর দাবি জানান। পরে তারা বিক্ষোভ করতে করতে মেডিকেল মোড় হতে উপজেলা পরিষদে গিয়ে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন।