জাহিবা হোসাইন, মংলা: মংলায় বুধবার দুপুরে জঙ্গী প্রতিরোধে মানববন্ধন করেন শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা। শহরের শেখ আব্দুল হাই সড়কে এ মানববন্ধন কর্মসূচীর আয়োজন করে চালনা বন্দর মডেল মাধ্যমিক বিদ্যালয়।
পরে অনুষ্ঠিত পথ সভায় বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম হোসেন, চালনা বন্দর মডেল মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শেখ আব্দুস সালাম, মিঠাখালী ইউপি চেয়ারম্যান ইস্রাফিল হাওলাদার, যুবলীগ নেতা শেখ কামরুজ্জামান জসিম ও চালনা বন্দর মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ রোকন উদ্দিন।