জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ: ঝিনাইদহের মহেশপুরে বুধবার রাত সোয়া ৯টার দিকে কচুভর্তি একটি ট্রাক উল্টে ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো কয়েকজন।
প্রত্যক্ষদর্শীরা জানান, চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা থেকে কচুভর্তি একটি ট্রাক ঝিনাইদহের মহেশপুর উপজেলার খালিশপুরের কাটাখালীর ব্রিজের কাছে আসলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ৫ জন নিহত হন।
নিহতদের লাশ পাশের উপজেলা কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। ফায়ার ব্রিগেড কর্মীরা এখনও উদ্ধার তৎপরতা চালাচ্ছেন। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আংশকা করছেন তারা।
ট্রাকের আরোহী আহত আবদুস সাত্তার জানান, কাটাখালে এসে সামনের চাকার টিউব পাংচার হয়ে যাওয়ায় ট্রাকটি রাস্তার পাশের খাদে পড়ে যায়। নিহত সবাই কচুর ব্যাপারি।
দুর্ঘটনার খবর পেয়ে কোটচাঁদপুর ফায়ার ব্রিগেড স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করে। রাত নয়টার পর তারা ঘটনাস্থল থেকে পাঁচটি লাশ ও একজন আহত ব্যক্তিকে উদ্ধার করে কোটচাঁদপুর হাসপাতালে আনেন।
ফায়ার ব্রিগেডের কর্মীরা বলেন, ট্রাকটি যে খাদে উল্টে পড়েছে সেখানে পানি থাকায় এতোজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। কচুর নীচে চাপা পড়া ট্রাক আরোহীরা পানিতে দম বন্ধ হয়ে মারা গেছেন
মহেশপুর থানার ভারপ্রাপ্ত (ওসি) আমিনুল ইসলাম জানান, তিনি শুনেছেন ট্রাকটি (ঢাকা মেট্রো-ড-১৪-২৬৬৮) ঢাকায় যাওয়ার সময় দুর্ঘটনায় পড়ে। ঘটনাস্থলে মহেশপুর থানা পুলিশ অবস্থান করছে।