আব্দুল্লাহ আবু এহসান, মধুপুর (টাঙ্গাইল): টাঙ্গাইলের ধনবাড়ীতে বৃহস্পতিবার ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির আওতায় উপজেলার চাতুটিয়া পল্লী সমাজের উদ্যোগে বাল্য বিয়ে প্রতিরোধ বিষয়ক উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। চাতুটিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে চাতুটিয়া পল্লী সমাজের সভাপতি ফরিদা বেগমের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ধনবাড়ী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাহিদা সুলতানা।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন চাতুটিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বম্পা মোদক, সহকারী শিক্ষক শাহিনূর রহমান, শাহানা ফেরদৌস, আরচেস ম্যানেজার মো. মোশারফ হোসেন, ব্র্যাক শিক্ষা কর্মসূচির রাশেদা খাতুন, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির রিক্তা খাতুন প্রমুখ। সভায় শিক্ষক, শিক্ষার্থী ও এলাকার বিভিন্ন পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।