নাইম কুয়াকাটার নয়, টাঙ্গাইলের

মিলন কর্মকার রাজু, কলাপাড়া (পটুয়াখালী): কল্যাণপুরে পুলিশি অভিযানে নিহত জঙ্গি আবু হাকিম নাইমের বাড়ি প্রাথমিকভাবে পটুয়াখালীর কুয়াকাটার কথা বলা হলেও তার বাড়ি কুয়াকাটা নয় বলে নিশ্চিত হয়েছে র‍্যাব ও পুলিশ। জাতীয় পরিচয়পত্রে কুয়াকাটার ঠিকানা ব্যবহার করলেও প্রকৃতপক্ষে তার বাড়ি টাঙ্গাইল। সে কয়েক বছর পটুয়াখালীর কুয়াকাটায় চাকরি করেছিল।

 

কলাপাড়া নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) থেকে যে ভোটার নম্বর ৭৮১১০৩০০০৩৬৯ উল্লেখ করা হয়েছে সে অনুযায়ী তার জাতীয় পরিচয় নম্বর (এনআইডি) ১৯৮৩৭৮১৬৬৪৭৫৯২২৪৩। পিতা: নুরুল ইসলাম, মাতা: মোসা. হালিমা, স্ত্রী: সখিনা খাতুন। গ্রাম: পূর্ব কুয়াকাটা (৪ নং ওয়ার্ড)। এনআইডি তথ্যে তার শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক উল্লেখ করা হয়েছে।

মহীপুর থানার ওসি এস এম মাসুদুর রহমান জানান, ডিএমপি প্রদত্ত তথ্য অনুযায়ী এলাকায় খোঁজ নিয়ে আবু হাকিম নাইম নামের কোনো লোক বা তার পরিবারের সন্ধান পাওয়া যায়নি। বুধবার টেলিভিশন ও অনলাইন পত্রিকায় তার নাম প্রকাশের পর পুুলিশ, র‌্যাব ও জনপ্রতিনিধিরা গোটা এলাকায় সন্ধান করেও তার সম্পর্কে কোনো তথ্য পায়নি। একই কথা জানান পটুয়াখালী র‌্যাব-৮ কমান্ডার রোকনুজ্জামান।

Kalapara militant

তবে মহীপুর থানার ওসি এস এম মাসুদুর রহমান স্থানীয়দের বরাত দিয়ে জানান, আবু হাকিম নাইম নামের এক শ্রমিক ২০০২ সাল থেকে ২০০৭ সাল পর্যন্ত কুয়াকাটায় সাগরনীড় প্রকল্পে চাকরি করেছে।

সাগরনীড় প্রকল্পের তখনকার সহকারী ব্যবস্থাপক আলতাফ হোসেন ডিএমপি প্রকাশিত নাইমের ছবি দেখে সাংবাদিকদের জানিয়েছেন, তার অধীনে ৫/৬ বছর কুয়াকাটায় শ্রমিক হিসেবে নাইম চাকরি করেছে। তিনি জানান, নাইমের বাড়ি কুয়াকাটা বা পটুয়াখালী জেলাতে নয়। আলতাফ হোসেন নাইমের পুরো ঠিকানা না বলতে পারলেও তার বাড়ি টাঙ্গাইল জেলায় বলে দাবি করেন।

কুয়াকাটা পৌরসভার কাউন্সিলর সাগর মোল্লা জানান, পূর্ব কুয়াকাটা (৪ নংওয়ার্ড) তার নির্বাচনী এলাকা। কিন্তু এই নামে কেউ এই এলাকায় নেই।

এদিকে বুধবার জঙ্গি আবু হাকিম নাইমের বাড়ি কুয়াকাটায় এ সংবাদ বিভিন্ন অনলাইন পত্রিকা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হলে এলাকার মানুষের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। প্রশাসন দ্রুত তার তথ্য অনুসন্ধান করায় স্বস্তি পায় মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.