মিলন কর্মকার রাজু, কলাপাড়া (পটুয়াখালী): কলাপাড়া পৌর শহরের সদরের রোড এলাকায় বেপরোয়া মোটরসাইকেলের চাকায় পিষ্ট হয়ে সাদিয়া (১১) নামের এক শিশু মারা গেছে।
বৃহস্পতিবার বিকালে এ দুর্ঘটনা ঘটে।
সাদিয়া কলাপাড়ার লালুয়া ইউনিয়নের সাদেক আকনের মেয়ে। চিংগড়িয়া মেহেরুন্নেছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী সে।
সাদিয়ার মা শাহীনুর বেগম জানান, ব্যাটারিচালিত অটোরিকশা থেকে নেমে রাস্তা পারাপারের সময় বেপরোয়া গতিতে আসা একটি মোটরসাইকেল সাদিয়াকে চাপা দেয়। দ্রুত তাকে কলাপাড়া হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত ডাক্তার সাদিয়াকে মৃত ঘোষণা করে। খবর পেয়ে পুলিশ সাদিয়ার মৃতদেহ নিজেদের জিম্মায় নিয়ে যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ মোটরসাইকেলের চালককে গ্রেফতার বা মোটরসাইকেলটি আটক করতে পারেনি