রবিউল হাসান রবিন, কাউখালী (পিরোজপুর): পিরোজপুরের কাউখালীতে দুই ব্যবসায়ীকে কুপিয়ে নগদ ৩৬ লাখ টাকা ছিনতাই করেছে সন্ত্রাসীরা।
শুক্রবার বিকাল চারটার দিকে কাউখালী শহরের আশ্রম সড়কের আদর্শ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সামনে ছিনতাইয়ের শিকার হন তারা।
আহত ব্যবসায়ী বরিশালের বানারীপাড়ার মুদি-মনোহরি ব্যবসায়ী অসীম পালকে (৫০) আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শেরে-এ- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) ভর্তি করা হয়েছে। অন্য ব্যবসায়ী স্বরূপকাঠির ইন্দেরহাটের বাবুল সাহাকে (৫২) কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
হাসপাতাল ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, অসীম পাল ও বাবুল সাহা কাউখালীতে মুদি ও মনোহরি মালামাল পাইকারি সরবরাহ করেন। শুক্রবার সাপ্তাহিক হাটে বিভিন্ন ব্যবসায়ীর কাছ থেকে পাওনা টাকা তোলেন তারা। অসীম পাল ছয় লাখ ও বাবুল সাহা আনুমানিক ৩০ লাখ টাকা আদায় করে বিকাল চারটার দিকে বাড়ি ফিরছিলেন। ব্যাগ ভর্তি টাকা নিয়ে তারা কাউখালী শহরের আশ্রম এলাকার বাসস্ট্যান্ডে যাওয়ার পথে আশ্রম সড়কের আদর্শ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সামনে পৌঁছামাত্র তিনটি মোটরসাইকেল যোগে ছয় ছিনতাইকারী তাদের ঘিরে ধরে । এসময় ছিনতাইকারীরা চারটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। হামলাকারীরা টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে দুই ব্যবসায়ী বাধা দেন। এক পর্যায় ছিনতাইকারীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে টাকা নিয়ে মোটরসাইকেলযোগে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অসীম পালকে পরে বরিশাল শেবাচিম হাসপাতালে স্থানান্তর করা হয়।
কাউখালী থানার অফিসার ইনচার্জ মো. জাহাঙ্গীর হোসেন সাংবাদিকদের জানান, ব্যাবসায়ীরা চিকিৎসাধীন রয়েছেন। ঠিক কত টাকা ছিনতাই হয়েছে এখনও নিশ্চিত হওয়া যায়নি। ছিনতাইকারীদের সনাক্ত করতে পুলিশ অভিযান চালাচ্ছে।