রতন সিং, দিনাজপুর: দিনাজপুরে হাতবোমা, জিহাদি বইসহ আটক তিন জেএমবি সদস্যের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আদালত সূত্রে জানা গেছে, শনিবার সকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কৃষ্ণ কমল সরকারের আদালতে শুক্রবার দিনাজপুর শহরের মদিনা মসজিদের সামনে ১৯টি হাত বোমা, জিহাদি বই ও বিস্ফোরকসহ গ্রেফতার নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির প্রশিক্ষক মনিরুজ্জামান মনির, সদস্য মো. আসাদুজ্জামান ও শাহিনুর ইসলামকে মামলার আদালতে হাজির করে সাত দিন করে রিমান্ড চায় পুলিশ। শুনানি শেষে বিচারক প্রত্যেকের পাঁ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ড মঞ্জুরের পর তদন্তকারী কর্মকর্তা অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য গ্রেফতারকৃত তিন জঙ্গিকে নিজেদের হেফাজতে নিয়েছেন।