আব্দুল্লাহ আবু এহসান, মধুপুর (টঙ্গাইল): অর্থ মন্ত্রাণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবেক খাদ্যমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, যেকোনো মূল্যে বাংলার মাটি থেকে সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূল করা হবে। তিনি বলেন, আমরা ধর্মকর্ম করতে চাই, কিন্তু ধর্মান্ধ হতে চাই না। কোরান-হাদিস ও মদিনা সনদের কোথাও কি আছে মানুষ মেরে বেহেস্ত পাওয়া যায়? অথচ ধর্মান্ধ কিছু বিপথগামী সন্ত্রাসী এসব কাজ করছে। তিনি আরও বলেন, দেশের উন্নয়ন করতে হলে বিদেশিদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। কারণ বাংলাদেশে বড় বড় উন্নয়নমূলক কাজে তাদের প্রযুক্তিকে কাজে লাগাতে হবে। একাত্তরের পরাজিত পাকিস্তানের সহযোগীরা আজ দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে ঘৃণিত জঙ্গিবাদকে উস্কে দিচ্ছে। কোনো অবস্থাতেই বাংলাদেশে জঙ্গিবাদের জায়গা হবে না।
ড. রাজ্জাক শনিবার টাঙ্গাইলের মধুপুরে এডিপির অর্থে কেনা টিন, সেলাই মেশিন , টিউবওয়েলসহ বিভিন্ন সামগ্রী বিনামূল্যে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। মধুপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবুর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত ইউএনও আ. মালেক, পৌর মেয়র মাসুদ পারভেজ, ওসি সফিকুল ইসলাম, কৃষক লীগের সহ-সভাপতি আজিজুর হক লুলু, বাপ্পি সিদ্দিকী, ইউপি চেয়ারম্যান ইয়াকুব আলী প্রমুখ।