হরিণাকুন্ডুতে ছয় কবর থেকে কঙ্কাল চুরি, আতঙ্কিত স্বজনদের রাত জেগে পাহারা

জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ: ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার বিভিন্ন কবরস্তান থেকে কঙ্কাল ও হাড়গোড় চুরি হচ্ছে। গ্রামবাসীরা রাত জেগে কবর পাহারা দিচ্ছে।

জুলাই মাসে ছয়টি কবর থেকে কঙ্কাল চুরি হয়েছে। তবে পুলিশ এখনো চোরচক্রের কাউকে ধরতে পারেনি।

হরিণাকুন্ডুর তাহেরহুদা ইউনিয়নের গাজীপুর গ্রামের কবরস্তান থেকে কয়েক দিনের ব্যবধানে ছয় ব্যক্তির কঙ্কাল ও হাড়গোড় চুরি হয়েছে। গ্রামবাসীরা জানান, ১৩ জুলাই গাজীপুর গ্রামের রমজান আলী ব্যাপারীর কবর খুঁড়ে প্রথম কঙ্কাল চুরি করে দুর্বৃত্তরা। এরপর একই গ্রামের নবীন মিয়া, ফজলুর রহমান, ইদ্রিস আলী, বুদো ও নিহাল মন্ডলের স্ত্র্রী রহিমা খাতুনের কবর থেকে কঙ্কাল চুরি হয়। রমজান আলীর ছেলে হামিদুল ইসলাম হামিদ জানান, তার বাবার কবর থেকে কে বা কারা কঙ্কাল চুরি করে নিয়ে যায়।

২৬ ও ২৭ জুলাই একই গ্রামের আরো পাঁচজনের কবর খুঁড়ে হাড়গোড় তুলে নিয়ে যায়। নবীন মিয়ার মেয়ে শিলা খাতুন জানান, তার বাবাকে ছয় বছর আগে হত্যা করে লাশ গুম করে রাখে সন্ত্রাসীরা। এক মাস পর পুলিশ গলিত লাশ উদ্ধার করে। তাকে গ্রামের কবরস্তানে দাফন করা হয়। শিলা আরো জানান, মাঝেমধ্যে বাবার কবর জিয়ারত করতে যেতাম। কঙ্কাল চুরি হওয়ার তারা খুব খুব্ধ বলে জানান তিনি।

তাহেরহুদা ইউনিয়নের চেয়ারম্যান মনজুর আলম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বিষয়টি আমরা পুলিশকে জানিয়েছি। আমি নিজেও গাজীপুরের কবরাস্তান গিয়ে ঘটনাটি দেখে এসেছি। এ নিয়ে মৃত ব্যক্তির স্বজনদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

হরিণাকুন্ডু থানার এসআই নিপ্পন জানান, ঘটনাস্থলে গিয়ে কবরগুলোতে গর্ত দেখা গেছে। কী উদ্দেশ্যে এটা করা হচ্ছে বা কারা এই ন্যাক্কারজনক ঘটনার সাথে জড়িত তা আমরা খুঁজে বের করার চেষ্টা করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.