রতন সিং, দিনাজপুর: দিনাজপুরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সেক্টর ও ব্যাটালিয়নের যৌথ উদ্যোগে বৃক্ষ রোপণ এবং মাছের পোনা ছাড়ার কর্মসূচি শুরু হয়েছে।
বিজিবি সেক্টরের অতিরিক্ত পরিচালক মেজর এ এস এম রবিউল হাসান জানান, রোববার সকালে দিনাজপুরের কুঠিবাড়ীতে ৪২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সদর দপ্তর প্রাঙ্গণে সেক্টর কমান্ডার কর্নেল মো. জাকির হোসেন আমের চারা লাগিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। বেলা ২টায় তিনি সদর উপজেলার কমলপুর ইউনিয়নের বিজিবির খানপুর বিওপির পুকুরে দেশি প্রজাতির বিভিন্ন ধরনের পাঁচ হাজার মাছের পোনা ছাড়েন।

দিনাজপুর বিজিবি সেক্টর ও ৪২ বিজিবির তত্ত্বাবধানে ফল, কাঠ ও ঔষধি গাছের এক হাজার ৭০০ চারা লাগানো হবে। এর মধ্যে ৯৫০টি ফল, ৪০০টি কাঠ এবং ৩৫০টি ঔষধি গাছের চারা রয়েছে।
অনুষ্ঠানে ৪২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. একলিম আবদীন, অতিরিক্ত পরিচালক (অপারেশন) মেজর এএসএম রবিউল হাসান, সহকারী পরিচালক মো. আবুল হাশেমসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।