মু্ক্তিপণের জন্য ১০ জেলেকে তুলে নিল সুন্দরবনের দস্যুরা

জাহিবা হোসাইন: সুন্দরবনের ভদ্রা নদী থেকে ১০ জেলেকে অপহরণ করেছে বনদস্যু সাগর বাহিনী। অপহৃত জেলেদের কাছে জনপ্রতি ৫০ হাজার করে মুক্তিপণ চেয়েছে দস্যুরা।

জেলে-মহাজন সূত্র জানায়, পশ্চিম সুন্দরবনের নলিয়ান রেঞ্জের কালাবগী সংলগ্ন ভদ্রা নদীতে রোববার ভোরে মাছ শিকার করছিল জেলেরা। এ সময় জেলে বহরে হামলা চালায় সাগর বাহিনী। জেলেদের মারধর ও মাছসহ অন্যান্য মালামালের লুটে নেওয়ার পাশাপাশি মুক্তিপণের দাবিতে ১০ জেলেকে অপহরণ করে নিয়ে যায় দস্যুরা। অপহৃত দস্যুদের বাড়ি খুলনার কালাবগী, কয়রা, ডুমুরিয়া এলাকায় বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.