স্বপন কুমার কুন্ডু, ঈশ্বরদী (পাবনা): ঈশ্বরদী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইছহাক আলী মালিথা রোববার রাতে প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলনে গত ১৭ জুলাই সংবাদ সম্মেলনে প্রদত্ত লিখিত বক্তব্য প্রত্যাহার করে নিয়েছেন। এসময় তিনি বলেন, ওই সাংবাদিক সম্মেলনের বক্তব্যে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা যদি আহত হয়ে থাকেন সেজন্য পৌর আওয়ামী লীগের পক্ষ হতে আমি দুঃখ প্রকাশ করছি এবং সকল বক্তব্য প্রত্যাহার করে নিচ্ছি।
পাবনা জেলা কমিটির সভাপতি ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফের নেতৃত্বে ঈশ্বরদী উপজেলা ও পৌর আওয়ামী লীগ ঐক্যবদ্ধ থেকে জঙ্গি ও সন্ত্রাসবাদ মোকাবেলা করে সুন্দর ঈশ্বরদী গড়তে কাজ করবেন বলে জানান ইছহাক আলী। সংবাদ সম্মেলনে পাবনা জেলা কমিটির সহ-সভাপতি নূরুজ্জামান বিশ্বাস, পৌর কমিটির নেতা আলহাজ আব্দুল আজিজ, আব্দুল খালেক, ইউনুছ আলী মিন্টু, শফিকুল ইসলাম বাচ্চু, কে এম আবুল বাশারসহ সকল ওয়ার্ড কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।