প্রতিনিধি, মধুপুর (টাঙ্গাইল): টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার বীরতারা ইউনিয়নের বন্যাদুর্গত চার শতাধিক পরিবারের মাঝে সোমবার শুকনো খাবার ও ওষুধ বিতরণ করেছে উপজেলা পরিষদ। ত্রাণসামগ্রীর মধ্যে ছিল চিড়া, মুড়ি, গুড়, দিয়াশলাই, খারার স্যালাইন ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট।
নৌকা নিয়ে বীরতারা ইউনিয়নে পানিবন্দি ঘোনারবন্ধ, বাঁশনিয়োগী ও কোলারপাড়া গ্রামের এসব পরিবারের বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ বিতরণ করেন ধনবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান মীর ফারুক আহমাদ ও ইউএনও শামীম আরা রিনি।
এ সময় অন্যান্যের মধ্যে ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি বদিউল আলম মঞ্জু, উপজেলা প্রকৌশলী হুমায়ূন কবীর, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আশরাফ আলী, আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন, ডা. আমিনুর রসুল, উপজেলা শিক্ষা অফিসার মাহবুব জামান, ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, মোজ্জামেল হক মন্টু, আরিফ বজলু, প্রেসক্লাব সম্পাদক আনছার আলী, মানবাধিকার বাস্তবায়ন সংস্থার সভাপতি আব্দুল্লাহ আবু এহসানসহ অন্যরা।