মিলন কর্মকার রাজু, কলাপাড়া (পটুয়াখালী): বৈরী আবহাওয়ার কারণে নতুন সমুদ্র বন্দর পায়রায় পণ্য খালাসের আনুষ্ঠানিক কার্যক্রম উদ্বোধন পিছেয়ে গেছে। গতকাল সোমবার বহির্নোঙরের একটি বাণিজ্যিক জাহাজ থেকে আনুষ্ঠানিকভাবে পণ্য খালাসের কথা ছিল।
আবহাওয়া অনুকূলে থাকলে আজ মঙ্গলবার পণ্য খালাসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।
সোমবার সন্ধ্যায় পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান ক্যাপ্টেন সাইদুর রহমান জানান, এমভি ফরচুন বার্ড নামের প্রথম বাণিজ্যিক জাহাজ ৫৩ হাজার টন মালামাল নিয়ে সোমবার বিকেল সাড়ে তিনটায় পায়রা সমুদ্র বন্দর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে বঙ্গোপসাগরে গভীর সমুদ্রে নোঙর করে।
জাহাজটি থেকে পণ্য খালাসের জন্য এফবি পেয়ারা-৬ ও বাংলার সৈনিক-৫ নামের দুটি লাইটার জাহাজ পায়রা বন্দর টার্মিনাল ছেড়ে যায়। কিন্তু প্রবল বৃষ্টি আর সাগর প্রচণ্ড উত্তাল থাকায় পণ্য খালাস স্থগিত করে নৌযানগুলো ঘাটে ফিরে আসে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বন্দর এলাকায় তিন নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছিল।
ক্যাপ্টেন সাইদুর রহমান আরো জানান, আবহাওয়া ভালো থাকলে মঙ্গলবার সকাল থেকে আনুষ্ঠানিকভাবে পণ্য খালাস শুরু হবে। এজন্য সাতটি লাইটার জাহাজ প্রস্তুত রাখা হয়েছে। পণ্য খালাস অনুষ্ঠানে বাংলাদেশ নৌ বাহিনীর কমান্ডার হাবিব উপস্থিত থাকবেন বলে তিনি জানান।
সোমবার পায়রা সমুদ্র বন্দর থেকে আনুষ্ঠানিকভাবে পণ্য খালাসের দিন ঠিক করায় এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। কিন্তু বিরূপ আবহাওয়ার কারণে এ কার্যক্রম স্থগিত করে বন্দর কর্তৃপক্ষ।