রায়পুরে ৫১ শিক্ষাপ্রতিষ্ঠানে জঙ্গিবাদবিরোধী সমাবেশ

মো. মাহবুবুল আলম মিন্টু, রায়পুর (লক্ষ্মীপুর): লক্ষ্মীপুরের রায়পুরে সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূল ও গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে স্কুল, কলেজ ও মাদ্রাসাসহ ৫১টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা মানববন্ধন ও সমাবেশ করেছে। সোমবার সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত নিজ নিজ প্রতিষ্ঠানের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

Raipur (Lakshmipur) News 01-08-2016-02
রায়পুরে ৫১ শিক্ষা প্রতিষ্ঠানে সন্ত্রাস-জঙ্গিবাদ বিরোধী মানববন্ধন সমাবেশ।

প্রতিষ্ঠানগুলোর মধ্যে জনকল্যাণ বহুমুখী উচ্চ বিদ্যালয় রায়পুর-হায়দরগঞ্জ সড়কে, লামচরী আরএন বালিকা উচ্চ বিদ্যালয় রায়পুর-পানপাড়া সড়কে, রায়পুর এলএম পাইলট মডেল উচ্চ বিদ্যালয় রায়পুর-চাঁদপুর সড়কে, রায়পুর মার্চ্চেন্টস একাডেমি ও রায়পুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় রায়পুর-লক্ষ্মীপুর প্রধান সড়কে পৃথক মানববন্ধন ও সমাবেশ করে।

ওই সময় বক্তব্য রাখেন প্রধান শিক্ষক রিয়াজ উদ্দিন চৌধুরী, মো. জহিরুল ইসলাম, মোহাম্মদ আলী পাটওয়ারী, মনজুর কাদের, মাহবুবুর রহমান প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.