মো. মাহবুবুল আলম মিন্টু, রায়পুর (লক্ষ্মীপুর): রায়পুর পৌরসভার ২০১৬-২০১৭ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার (১ আগস্ট) দুপুরে পৌরভবনে আয়োজিত এক অনুষ্ঠানে মেয়র হাজী ইসমাইল খোকন আনুষ্ঠানিকভাবে ৭৭ কোটি ১৫ লাখ ৮৩ হাজার ৮২ টাকার এ বাজেট ঘোষণা করেন।
বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে ৯ কোটি ৯৮ লাখ ৯০ হাজার টাকা। রাজস্ব ব্যয় ধরা হয়েছে ৯ কোটি ৯৪ লাখ ৮০ হাজার টাকা।
উন্নয়ন সহায়তা বাবদ প্রাপ্তি ধরা হয়েছে ৬৫ কোটি ৫০ লাখ ৫০ হাজার টাকা। এ প্রাপ্তির পুরো টাকাই উন্নয়ন খাতে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে।
১ কোটি ৬৬ লাখ ৪৩ হাজার ৮২ টাকার প্রারম্ভিক স্থিতিসহ বাজেটে সর্বমোট আয় দেখানো হয়েছে ৭৭ কোটি ১৫ লাখ ৮৩ হাজার ৮২ টাকা। সর্বমোট ব্যয় ধরা হয়েছে ৭৫ কোটি ৪৫ লাখ ৩০ হাজার টাকা। এতে ১ কোটি ৭০ লাখ ৫৩ হাজার ৮২ টাকা উদ্বৃত্ত থাকবে।
বাজেট ঘোষণার জন্য আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মাস্টার আলতাফ হোসেন হাওলাদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আলম, ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মো. ইমাম হোসেন, কাউন্সিলর কাজী নাজমুল কাদের গুলজার, জাকির হোসেন নোমান, নাসির উদ্দিন রাসেলসহ অন্যরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন কাউন্সিলর আইনুল কবির মনির ভূঁইয়া। বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, ব্যবসায়ী, শিক্ষক, সাংবাদিক, কাউন্সিলার ও নাগরিকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।