রেজাউল করিম, শেরপুর: সারা দেশের ন্যায় শ্রীবরদীর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের উদ্যোগে সোমবার সকালে পৌর শহর ও বিভিন্ন স্থানে সন্ত্রাস ও জঙ্গিবিরোধী র্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের র্যালি ও মানববন্ধনে নেতৃত্ব দেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইব্রাহিম টিটন। এ সময় বক্তব্য রাখেন ডা. সুলতান মাহমুদ, ডা. আরিফ প্রমুখ।
শেরপুরে বিভিন্ন প্রতিষ্ঠানে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী মানববন্ধন
সারা দেশের ন্যায় জেলার শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের আয়োজনে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নিজ নিজ প্রতিষ্ঠানের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, জঙ্গিরা কোনও দেশের নয়, কোনও ধর্মের নয়। সকলে ঐক্যবদ্ধ হয়েই জঙ্গিবাদ দমন করা সম্ভব। এদেশে জঙ্গিবাদকে মাথা চাড়া দিয়ে উঠতে দেওয়া হবে না।
এসব মানববন্ধনে বিভিন্ন পেশাজীবী সংগঠনের কর্মকর্তা কর্মচারীসহ সর্বস্তরের মানুষ এবং সকল শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা অংশ নেন।