সাতক্ষীরার শিক্ষাপ্রতিষ্ঠানে জঙ্গিবাদবিরোধী সমাবেশ

আমিনা বিলকিস ময়না, সাতক্ষীরা: জঙ্গিবাদ প্রতিরোধে সাতক্ষীরায় শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সাতক্ষীরার সকল গুরুত্বপূর্ণ সড়কে শিক্ষার্থী ও শিক্ষকদের প্রতিবাদী অংশগ্রহণ দেখা যায়। সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে দাঁড়িয়ে জেলা শিক্ষা কর্মকর্তা ও বিশ্বনন্দিত ক্রিকেটার সৌম্যের বাবা কিশোরী মোহন সরকার বলেন, পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠান থেকে প্রথমে মৌলবাদী জঙ্গিবাদি চিন্তা পরিহার করাতে হবে। দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে হবে শিশুদের।

satkhira students humainchain pic 1 aug
সাতক্ষীরার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে জঙ্গিবাদ বিরোধী মানববন্ধন সমাবেশ

মানববন্ধনে শিক্ষার্থী ও শিক্ষকরা জঙ্গিবাদবিরোধী ব্যানার, ফেস্টুন ও প্লাকার্ড নিয়ে প্রতিবাদ জানান। শিক্ষাপ্রতিষ্ঠানের সামনের সমাবেশ ও মানববন্ধনে প্রতিষ্ঠানের প্রধানসহ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা বক্তব্য রাখেন।

কর্মসূচি পালনকারী প্রতিষ্ঠানের মধ্যে ছিল সাতক্ষীরা সিটি কলেজ, সাতক্ষীরা দিবা-নৈশ কলেজ, ছফুরননেছা মহিলা কলেজ, সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, সাতক্ষীরা পলিটেকনিক, সাতক্ষীরা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ, সাতক্ষীরা টাউন গার্লস স্কুল, আ. করিম বালিকা উচ্চ বিদ্যালয়, পলাশপোল আদর্শ উচ্চ বিদ্যালয়, নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়, নবজীবন ইনস্টিটিউট, পি এন স্কুল এ্যান্ড কলেজ, আহ্ছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসা। এছাড়া নলতা আহ্ছানিয়া মিশন রেসিডেন্সিয়াল ডিগ্রি কলেজ, নলতা মাধ্যমিক বিদ্যালয় ও কে বি আহ্ছানউল্লা জুনিয়র হাইস্কুল, আশাশুনির চেউটিয়া এ জে এস দাখিল মাদ্রাসাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা মানববন্ধন করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.