রতন সিং, দিনাজপুর: দিনাজপুরের হিলি সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অভিযান চালিয়ে ৩৭টি যুগল রাধা-কৃষ্ণ মূর্তি উদ্ধার করেছে। গত তিন দিনে পরিচালিত কয়েকটি অভিযানে পিতলের তৈরি এসব মূর্তি উদ্ধার হয়। পাচার করা এসব মূর্তি বাংলাদেশে ‘স্বর্ণমূর্তি’ বলে বিক্রি করা হয় বলে জানায় বিজিবি।
হিলি স্থলবন্দরের বিজিবি ক্যাম্প কমান্ডার আব্দুর রাজ্জাক জানান, গতকাল সোমবার দুপুরে হিলি সীমান্তের ধরন্দা এলাকা দিয়ে ঘাসের বস্তা কাঁধে নিয়ে ভারত থেকে একদল চোরাকারবারি বাংলাদেশে ঢোকে। এসময় বিজিবির টহলদল ধাওয়া করলে চোরাকারবারিরা বস্তা ফেলে ভারতে পালিয়ে যায়। এসব বস্তায় ১২টি পিতলের রাধা-কৃষ্ণ মূর্তি পাওয়া যায়।
জয়পুরহাট-৩ বর্ডার গার্ড ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল আব্দুল খবীর সরকার সোমবার জানান, গত তিন দিনে হাকিমপুর উপজেলার সীমান্ত এলাকা থেকে ৩৭টি পিতলের রাধা-কৃষ্ণ মূর্তি উদ্ধার করা হয়। এসব মূর্তির আনুমানিক মূল্য সাড়ে ১৮ লাখ টাকা। চোরাকারবারিরা বিভিন্ন কায়দায় মূর্তিগুলো ভারত থেকে পাচার করে এনে বাংলাদেশে স্বর্ণের মূর্তি বলে অধিক মূল্যে অনেকের নিকট বিক্রি করছেন।
এ ব্যাপারে হাকিমপুর থানায় মামলা হয়েছে।