রতন সিং, দিনাজপুর: সন্ত্রাস-জঙ্গিবাদের বিরুদ্ধে ঐক্যের শপথ নিয়েছে দিনাজপুরের লাখো জনতা। মঙ্গলবার দুপুরে দিনাজপুর জেলা প্রশাসনের উদ্যোগে গোর-এ শহীদ বড়ময়দানে আয়োজিত সন্ত্রাসবিরোধী সমাবেশে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষেরা এ শপথ নেন ।
জেলা প্রশাসক মীর খায়রুল আলমের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। তিনি বলেন, ইসলামে হত্যা, সন্ত্রাস ও জঙ্গিবাদের কোনো স্থান নেই। শান্তির ধর্ম ইসলাম কোনো ধরনের নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ড প্রশ্রয় দেয় না। যারা ইসলামের নামে নিরীহ মানুষকে হত্যা করে তাদের বিরুদ্ধে আজ জাতীয় ঐক্য সৃষ্টি হয়েছে।
মন্ত্রী আরো বলেন, দিনাজপুরের জঙ্গিবিরোধী সমাবেশে লাখো মানুষের উপস্থিতি প্রমাণ করে মানুষ আজ অশুভচক্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছে।
পরে পররাষ্ট্রমন্ত্রী উপস্থিত সকলকে জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে শপথ পাঠ করান।
সমাবেশে বিশেষ অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম। তিনি বলেন, প্রত্যেক পরিবারকে সজাগ থাকতে হবে যাতে সন্তানেরা জঙ্গি কাজে জড়িয়ে না পড়ে। স্কুল-কলেজগামী ছেলেমেয়েদের উপর অভিভাবকদের নজরদারি বাড়ানোর তাগিদ দেন হুইপ। তিনি স্কুল-কলেজ-মাদ্রাসার শিক্ষকদের উদ্দেশে বলেন, শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করতে হবে। তারা যেন কোনোভাবেই জঙ্গিবাদে না জড়ায় সেজন্য খেলাধুলা ও শরীরচর্চার দিকে মনোনিবেশন করতে হবে।
সমাবেশে আরো উপস্থিত ছিলেন দিনাজপুর বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল মো. জাকির হোসেন, জেলা পরিষদের প্রশাসক ও জেলা ১৪ দলের সমন্বয়ক আজিজুল ইমাম চৌধুরী, পুলিশ সুপার মো. রুহুল আমিন এবং জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এ্যাড. মো. আব্দুল লতিফ। প্রেসক্লাবের সভাপতি চিত্ত ঘোষ, চেম্বার অব কমার্সের সিনিয়র সহ-সভাপতি মো. আনোয়ারুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ঘোষ কাঞ্চনসহ অন্যরা সমাবেশে বক্তব্য রাখেন।
সমাবেশ শেষে বিশাল র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।