আব্দুল্লাহ আবু এহসান, মধুপুর (টাঙ্গাইল): টঙ্গাইলের ধনবাড়ী উপজেলা পরিষদ মিলনায়তনে মঙ্গলবার সন্ত্রাস, নাশকতা ও জঙ্গিবাদবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে ইউএনও শামীম আরা রিনির সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. মাহবুব হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন টাঙ্গাইলের পুলিশ সুপার মো. মাহবুব আলম, উপজেলা চেয়ারম্যান মীর ফারুক আহমাদ, পৌর মেয়র খন্দকার মঞ্জুরুল ইসলাম তপন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি বদিউল আলম মঞ্জু, সহ-সভাপতি হারুন আর রশিদ হীরা, ওসি মজিবুর রহমান, প্রেসক্লাব সম্পাদক আনছার আলী, বলদি আটা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা এম আজিজুর রহমান, মাওলানা ফরহাদ আলী, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জাকিয়া সুলতানা প্রমুখ।
সমাবেশে সরকারি-বেসরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, রাজনীতিবিদ, উপজেলার সকল মসজিদের ইমাম ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এতে কোরআন ও হাদিসের আলোকে মাদক, জুয়া, সন্ত্রাস, নাশকতা ও জঙ্গিবাদের বিরুদ্ধে আলোচনা হয়।