অলিউল হক ডলার, নাচোল (চাঁপাইনবাবগঞ্জ): চাঁপাইনবাবগঞ্জের নাচোলে গোপন বৈঠক করার সময় জিহাদি বই ও ককটেলসহ ছয় শিবির নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। তারা পাশের একটি বেসরকারি সংস্থায় হামলার পরিকল্পনা করছিল বলে পুলিশ জানায়।
আটকরা হলেন উপজেলার কসবা ইউনিয়নের করমজা গ্রামের ওয়ার্ড ছাত্র শিবিরের সেক্রেটারি মোবারক হোসেন মিতুল (১৯), রুহুল আমিন (২০), খেড়িপাড়া গ্রামের কসবা ইউনিয়ন সভাপতি আব্দুল ওয়াদুদ শিশির (২০), নিয়ামতপুর উপজেলার মুন্দিখৈইর গ্রামের ইসাহাক আলী (২০), ইউনিয়ন বাইতুল মালের সহ-সম্পাদক লতিফুর রহমান (১৯) ও ফয়সাল (১৯)।
নাচোল থানার অফিসার ইনচার্জ ফাসিরুদ্দীন জানান, বৃহস্পতিবার রাত ৮টায় নাচোল উপজেলা কসবা ইউনিয়নের বদ্ধাই চন্ডিপুর আলিম মাদ্রাসায় ছয় শিবির নেতাকর্মী গোপন বৈঠক করাছে এমন খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করে। এসময় তাদের কাছে জিহাদি বই, টাকা আদায়ের রশিদ বই, ইয়ানত আদায়ের রেজিস্টার খাতা, লিফলেটসহ ছয়টি ককটেল পাওয়া যায়।
পুলিশ জানায়, তারা মাদ্রাসার পাশে অবস্থিত বেসরকারি উন্নয়ন সংস্থা সিএমইএস-এ নাশকতা ঘটনা ঘটানোর পরিকল্পনা করছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে।