আত্রাইয়ে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে মানববন্ধন

একেএম কামাল উদ্দিন টগর, আত্রাই (নওগাঁ): নওগাঁর আত্রাইয়ে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে সোমবার উপজেলার সর্বস্তরের আলেম উলামা, কওমী মাদ্রাসা ও মসজিদের ইমামদের উদ্যোগে উপজেলা পরিষদের সামনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

New Image
আত্রাইয়ে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে মানববন্ধন|

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পালশা মাদ্রাসার মুহতামিম মাওলানা আমিনুল ইসলাম, শাহাগোলা মাদ্রাসার মুহতামিম মাওলানা মতিউর রহমান, নওদুলী মাদ্রাসার মুহতামিম মাওলানা আশরাফুল ইসলাম, আত্রাই মদীনাতুল উলুম মাদ্রাসার মাওলানা মুজাহিদ খান, মহাদিঘী মাদ্রাসার মাওলানা জালাল উদ্দীন, ঝনঝনিয়া মসজিদের ইমাম মাওলানা ইদ্রিস আলী প্রমুখ।

বক্তাগণ বলেন, জঙ্গিবাদের সাথে ইসলামের যে কোন সম্পর্ক নেই তা এ দেশের হক্কানি আলেম সমাজ অতীতেও বলেছেন, এখনও বলছেন, ভবিষ্যতেও বলবেন। ইসলাম শান্তির ধর্ম, যারা মানুষ হত্যা করে এ শান্তিকে বিনষ্ট করছে তারা ইসলামের শত্রু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.