অলিউল হক ডলার, নাচোল (চাঁপাইনবাবগঞ্জ): উপজেলা পরিষদ ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সোমবার তিন দিনব্যাপী ফলদ বৃক্ষমেলার উদ্বোধন করা হয়েছে। এবারের প্রতিপাদ্য বিষয় “অর্থ পূষ্টি স্বাস্থ্য চান, দেশী ফল বেশি করে খান।” বরেন্দ্র বহুমূখী উন্নয়ন কর্তৃপক্ষ, উপজেলা কৃষি অফিস, সামাজিক বনায়ন, বিভিন্ন এনজিওসহ সর্বমোট ১৭টি স্টল এ মেলায় অংশগ্রহন করছে।
উপজেলা পরিষদ মিলনায়তনে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভুমি) সরকার অসিম কুমারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মুহাঃ গোলাম মোস্তফা বিশ^াস। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের, ভাইস চেয়ারম্যান মজিবুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুন নঈম মুন্নী, নাচোল পৌর সভার মেয়র আব্দুর রশিদ খাঁন ঝালু, কৃষি কর্মকর্তা সত্যেন কুমার, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জান্নাতুন ফেরদৌস, নাচোল থানার অফিসার ইনচার্জ ফাছির উদ্দিন।
উপজেলা কৃষি অফিস উপজেলার গুচ্ছগ্রাম ও আবাসন প্রকল্পের প্রতিটি পরিবারের মাঝে বিনামূল্যে ৪০০টি বেদানা, ৩০০টি মিষ্টি আমড়া ও ১০০টি আর্মরপালীর চারা প্রদান করেন। সেই সাথে বরেন্দ্র বহুমূখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) জাতীয় সংসদ সদস্যের মাধ্যমে কৃষক/কৃষানীদের মাঝে বিনামূল্যে ৫০০টি ফলজ গাছের চারা বিতরণ করেন।
আলোচনা শেষে অতিথিবৃন্দ বৃক্ষ মেলার প্রতিটি স্টল ঘুরে দেখেন। সেই সাথে সচেতনা ও বৃক্ষ রোপনে উদ্বুদ্ধ করনে। সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।