স্বপন কুমার কুন্ডু, ঈশ্বরদী (পাবনা): হাজারো জনতার উপস্থিতিতে মঙ্গলবার ঈশ্বরদীর গুরুত্বপূর্ণ ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মেম্বাররা দায়িত্ব গ্রহণ করলেন। সকালে ইউনিয়ন পরিষদ চত্বরে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে নবনির্বাচিত চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা এনামূল হক বিশ্বাস চেয়ারম্যানের দায়িত্ব নেন। আর বিদায়ী চেয়ারম্যান বিএনপি নেতা জাকিউল ইসলাম তপন সরদার দায়িত্ব হস্তান্তর করনে।
এসময় প্রধান অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মকলেছুর রহমান মিন্টু। এছাড়া সহ-সভাপতি মো: রশীদুল্লাহ, সাংগাঠনিক সম্পাদক জহুরুল হক পুনো, পৌর কমিটির যুগ্ম সম্পাদক ইমরুল কায়েস দারা, উপজেলা যুবলীগের সভাপতি শফিউল আলম বিশ্বাস, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হবিবুল ইসলাম হব্বুল, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বাবু মন্ডল, যুগ্ম সম্পাদক রেজাউল করিম রাজাসহ দলীয় বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।