কাউখালীতে জঙ্গিবাদবিরোধী মানববন্ধন

রবিউল হাসান রবিন, কাউখালী: সম্মিলিতভাবে জঙ্গিবাদ-সন্ত্রাসবাদ প্রতিরোধ ও নির্মূলের অঙ্গীকার ব্যক্ত করে বৃহস্পতিবার  পিরোজপুরের কাউখালীতে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে।

kawkhali-11-2
কাউখালীতে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি মানববন্ধন।

কাউখালী উপজেলা পরিষদসংলগ্ন সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।  মানববন্ধনে শতাধিক প্রাথমিক শিক্ষক ও সুসীল সমাজ প্রতিনিধিরা অংশ নেন। মানববন্ধনে এসে সংহতি জানান কাউখালী উপজেলার ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার এস. কে জাবিদ হোসেন, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো. রফিকুল ইসলাম ও বরিশাল বিভাগের শ্রেষ্ঠ শিক্ষানুরাগী আব্দুল লতিফ খসরু।

মানববন্ধন শেষে কাউখালী উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ও কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক সুব্রত রায়ের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন, সমিতির সাধারণ সম্পাদক মো. হাবিবুল্লাহ ফকির, শিক্ষক নেতা উমেশ চন্দ্র ঘরামী, সেলিম মুজাহিদ, লিটন কৃষ্ণ কর, আল-মামুন, হুমাউন কবির, কৃষ্ণ গোপাল কুন্ডু, মো. জসিম উদ্দিন, পদ্মা রানী দত্ত, আভা রানী সিকদার, মোখলেছুর রহমান ও স্বপন বিশ্বাস প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.