রবিউল হাসান রবিন, কাউখালী: পিরোজপুরের কাউখালীতে বৃহস্পতিবার বিদ্যুতস্পৃষ্ট হয়ে এক পাটি কারিগরের মৃত্যু হয়েছে। কাউখালী উপজেলার চিড়াপাড়া পারসাতুরিয়া ইউনিয়নের সুবিদপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহিত পাটি কারিগরের নাম আশিষ পাটিকর (৪০)। সে বরিশালের বাকেরগঞ্জের চন্দন পাটিকরের ছেলে।
হাসপাতাল ও স্থানীয়দের সূত্রে জানাগেছে, নিহত আশিষ পাটিকর কয়েকদিন আগে কাউখালীর সুবিদপুর গ্রামে শ্বশুর রঞ্জন পাটিকরের বাড়িতে বেড়াতে আসে। আজ বৃহস্পতিবার সকালে শ্বশুর বাড়িতে পানির লাইনের মটরে বিদ্যুত সংযোগ দেওয়ার সময় সে বিদ্যুতস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়।
শ্বশুর বাড়ির স্বজনরা তাকে আশংকাজনক অবস্থায় কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।