জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ: ঝিনাইদহ মহেশপুর উপজেলা নেপা ইউনিয়ন ছাত্রলীগের উদ্দোগে সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরুদ্ধে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা কে বি এস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নেপা ইউনিয়ন আওয়ামীলীগের প্রচার সম্পাদক আনিছুর রহমান । বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জুলফিককার আলী।
এছাড়া সভায় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন নেপা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম রবিউল হোসেন শান্ত, সিনিয়র সহ-সভাপতি শামীম রেজা, সহ-সভাপতি জিয়ারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আনোয়ার জাহিদ রনি, পদ্মপুকুর ডিগ্রী কলেজ ছাত্রলীগের আহবায়ক কমিটির সদস্য আনিছুজ্জামান জনি, নুরআলম সহ অত্র বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা সহ ছাত্র-ছাত্রীরা।
বক্তারা বলেন, দেশের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধে এদেশের ছাত্র সমাজের ভূমিকা ইতিহাসে স্মরণীয়। প্রধান মন্ত্রী শেখ হাসিনার নেতেৃত্বে যখন দেশ মধ্যম আয়ের তালিকায় পা রেখেছে তখনই স্বাধীনতা বিরুধী পরাজিত শক্তি ষড়যন্ত্র করে জঙ্গীবাদের মাধ্যমে দেশকে পিছনের দিকে ঠেলে দিচ্ছে, যা এদেশের ছাত্র সমাজ কখনই মেনে নেবে না।