দিনাজপুরে ট্রেনে ঝাঁপ দিয়ে মা-মেয়ের আত্মহত্যা

রতন সিং, দিনাজপুর: পার্বতীপুরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে মা ও স্কুল পড়ুয়া মেয়ে আত্মহত্যা করেছে। এ ব্যাপারে পার্বতীপুর রেলওয়ে থানায় অস্বাভাবিক মৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

দিনাজপুর পার্বতীপুর রেলওয়ে পুলিশের এসআই মোঃ আনিছুর রহমান জানান, বুধবার সকালে পার্বতীপুর উপজেলার বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের অদূরে ৩৬৪/২ রেল গেটের লাইনে মা ও মেয়ে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিলে কাটা পড়ে দুই জনের মৃত্যু হয়। ঈশ্বরদী থেকে ছেড়ে আসা মালবাহী ট্রেনটি পার্বতীপুর যাচ্ছিল।

নিহত সরস্বতী রাণী (৪৫) ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউনিয়নের রাজারামপুর মাছুয়াপাড়া গ্রামের নিবাস চন্দ্রের স্ত্রী ও মেয়ে ফাল্গুনী রানী (১৫) পার্বতীপুর আদর্শ কলেজপাড়া কলেজিয়েট স্কুলের নবম শ্রেণির ছাত্রী। পুলিশের ধারনা পারিবারিক কারণে মা ও মেয়ে আত্মহত্যা করেছেন।

বুধবার দুপুর সাড়ে ১২টায় লাশ দুটি পুলিশ উদ্ধার করে। পার্বতীপুর রেলওয়ে থানার ওসি মোঃ আব্দুস সালাম জানান, পরিবারের কোন আপত্তি না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দুটি হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে রেলওয়ে থানায় ইউডি মামলা দায়ের করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.