রতন সিং, দিনাজপুর: ১৪ দলের সমন্বয়ক, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, আগামী ২০১৯ সালের আগে কোনো নির্বাচন নয়। দেশে নির্বাচন হবে গণতান্ত্রিক পদ্ধতিতে এবং ১৪ দলের নেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে। খালেদা জিয়া এদেশের নাশকতা সৃষ্টিকারী ও জঙ্গি নেত্রী। তার রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার কোনো অধিকার নেই। জঙ্গিবাদের কারণে দেশের মানুষ তাকে প্রত্যাখ্যান করেছে।
বৃহস্পতিবার বিকেলে দিনাজপুর শহরের ইন্সটিটিউট প্রাঙ্গণ মাঠে ১৪ দল আয়োজিত সন্ত্রাসবিরোধী মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ নাসিম এসব কথা বলেন। দিনাজপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, ১৪ দলের সমন্বয়ক ও জেলা পরিষদের প্রশাসক আজিজুল ইমাম চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে। দেশের এই এগিয়ে যাওয়া ও ব্যাপক উন্নয়নকে বাধাগ্রস্ত করতে বিএনপি নেত্রী খালেদা জিয়া দেশি-বিদেশি দালালদের নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন। তার এই ষড়যন্ত্র ১৪ দলের নেতাকর্মীরা দেশের মানুষকে সাথে নিয়ে প্রতিহত করবেন। দেশের মানুষকে জিম্মি ও ধর্মের নামে ইসলামি জঙ্গিবাদ সৃষ্টি করে একের পর এক দেশি-বিদেশি ও সংখ্যালঘু সম্প্রদায়ের নেতৃবৃন্দকে হত্যা করছে। তার লেলিয়ে দেয়া জঙ্গিদের দেশের আইনশৃঙ্খলা বাহিনী চিহ্নিত করেছে। একের পর এক জঙ্গিরা আটক হচ্ছে এবং তাদের পরিকল্পনা ফাঁস হয়ে গেছে। জনগণ জেনে গেছে বিএনপি-জামায়াতেরাই এই জঙ্গিবাদের সাথে জড়িত।
অন্যান্যের মধ্যে ওয়ার্কার্স পার্টির সভাপতি ও বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী এ্যাড. মোস্তাফিজুর রহমান, সাবেক মন্ত্রী ও ১৪ দলের কেন্দ্রীয় নেতা দিলীপ বড়ুয়া, জাতীয় পার্টি (মঞ্জু) সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম, জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি, জাসদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শিরিন আখতার এমপি, শিবলী সাদিক এমপি, বাসদের কেন্দ্রীয় নেতা রেজাউর রশিদ খান, দিনাজপুর জেলা জাসদের সভাপতি এ্যাড. লিয়াকত আলী, ১৪ দলের নেতা আব্দুল হকসহ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সভা পরিচালনা করেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান চৌধুরী মাইকেল ও জাসদের সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম।
এর আগে বৃহস্পতিবার দুপুর ২টা থেকে দিনাজপুর জেলার ১৩টি উপজেলা থেকে১৪ দলের বিপুল সংখ্যক নেতাকর্মী বিভিন্ন যানবাহনযোগে ও পায়ে হেঁটে ফেস্টুন, ব্যানার নিয়ে জঙ্গি ও সন্ত্রাসবিরোধী স্লোগান দিয়ে সমাবেশে যোগ দেন।
স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী এর আগে দুপুর সাড়ে ১২টায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেন। এ সময় তিনি মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. কামরুল আহসান এবং হাসপাতালের পরিচালক ডা. মো. জাহাঙ্গীর আলম সরকার ও চিকিৎসকদের সাথে মতবিনিময় করেন। এ সময় জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি উপস্থিত ছিলেন।