স্বপন কুমার কুন্ডু, ঈশ্বরদী (পাবনা): ঈশ্বরদীর চরাঞ্চলের চরগড়গড়ি হাফিজিয়া মাদ্রাসা মসজিদের মেহরাবে ককটেল নিক্ষেপের অভিযোগে ওই প্রতিষ্ঠানের ছাত্র আব্দুর রশিদকে (১৮) থানা পুলিশ গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আব্দুর রশিদ নওগাঁ জেলার মহাদেবপুর থানার দেওয়ানপুর গ্রামের আলতাব হোসেনের ছেলে।
থানা সুত্রে জানা যায়, শনিবার ভোরে চরগড়গড়ি হাফিজিয়া মাদ্রাসার ছাত্র আব্দুর রশিদ ককটেল বানাতে পারে বলে বন্ধুদের সাথে বাজি ধরে। পরে সে ককটেল বানিয়ে মাদ্রাসা মসজিদের মেহরাবে নিক্ষেপ করে। এতে মেহরাবের টাইলস ফেটে যায়। বেলা ওঠার পর বিষয়টি জানাজানি হয়। এলাকাবাসী বিষয়টি থানা পুলিশকে অবহিত করলে ঘটনাস্থল থেকে ককটেলের আলামতসহ আব্দুর রশিদকে গ্রেফতার করে।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ আব্দুল হাই তালুকদার জানান, গ্রেফতার হওয়া মাদ্রাসার ছাত্র আব্দুর রশিদকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।