প্রতিনিধি, খুলনা: সুন্দরবনের বনদস্যু আনারুল বাহিনীর প্রধান আনারুল ইসলাম (৪৫) পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন। এ সময় ঘটনাস্থল থেকে একটি দেশি বন্দুক, পাঁচটি কার্তুজ, দু’টি দা জব্দ করা হয়েছে।
শুক্রবার (১২ আগস্ট) ভোর ৪টা ৩৫ মিনিটে খুলনার কয়রা উপজেলার খরখড়িয়া নদীর দক্ষিণ পাশে এ ঘটনা ঘটে। বন্দুকযুদ্ধে পুলিশের দুই কনস্টেবল আহত হয়েছেন বলে দাবি পুলিশের।
নিহত আনারুল কয়রা উপজেলার মহারাজপুর গ্রামের জিহাদ সানার ছেলে।
কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শমসের আলী বলেন, বৃহস্পতিবার (১১ আগস্ট) রাত ১০টার দিকে উপজেলার মহারাজপুর এলাকায় তার বাড়ির পাশ থেকে আনারুলকে আটক করা হয়। তার স্বীকারোক্তি মতো অস্ত্র উদ্ধারে গেলে আগে থেকে ওঁৎ পেতে থাকা তার লোকজন হামলা চালান। পুলিশও আত্মরক্ষার জন্য গুলি চালায়। ভোর ৪টা ৩৫ মিনিটে গুলিবিদ্ধ হয়ে আনারুল মারা যান। এ ঘটনায় পুলিশের দুই কনন্টবল আহত হয়েছেন।
আনারুলের মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে বলেও জানান ওসি।
তিনি জানান, আনারুল দীর্ঘদিন ধরে সুন্দরবনে দস্যুবাহিনী পরিচালনা করে আসছিলেন। তার বিরুদ্ধে ৬টি ডাকাতি, ১টি খুনসহ বিভিন্ন থানায় ১০টি মামলা রয়েছে।